অনলাইনে থাকা মানেই আপনি কোনো না কোনোভাবে সাইবার নজরদারির শিকার
হচ্ছেন। এর থেকে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা
সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক কর্মী ম্যারি
গ্যালিগান পাঁচটি উপায়ের কথা বলেছেন। এফবিআইয়ের নিউইয়র্ক অফিসের সাইবার
দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ম্যারির। বর্তমানে পরামর্শক প্রতিষ্ঠান
ডিলোইটির নিরাপত্তা ও প্রাইভেসিবিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।
ম্যারির দেওয়া প্রাইভেসি বিষয়ক পরামর্শগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে
বার্তা সংস্থা সিএনএন।
১। প্রতিমাসে একবার পাসওয়ার্ড পরিবর্তনপাসওয়ার্ড আপনার জীবনে চাবির মতোই গুরুত্বপূর্ণ। যদি কোনো দুর্বৃত্ত আপনার কোনো ইমেইল বা অনলাইন অ্যাকাউন্টে ঢুকে পড়ে তবে আপনার অনলাইনের অন্যান্য অ্যাকাউন্টে ঢুকে পড়াটাও তার জন্য সহজ হবে। আপনার দেওয়া পাসওয়ার্ড যদি সহজে অনুমান করা যায় তবে তা হাতিয়ে নেওয়া সহজ হবে। গত কয়েক মাসে ইয়াহু, অ্যাডোবি, ইবের মতো সাইট নিরাপত্তা ত্রুটির কবলে পড়তে দেখা গেছে।
২। হোটেলে তথ্য দেওয়ার সময় সতর্ক থাকুন
ম্যারি গ্যালিগানের পরামর্শ হচ্ছে চেক আউট বা হোটেল থেকে বের হবার সময় বা কেনাকাটা করার পর আপনার সম্পর্কে তথ্য চাইলে ভুয়া তথ্য দেবেন। আপনার ফোন নম্বর, জিপ কোড এসব তথ্য একত্রিত করে আপনার সম্পর্কিত আরও তথ্য জানার কাজে লাগাতে পারে রিটেইলাররা। আপনার পছন্দ-অপছন্দ, আপনার বেতন, ক্রেডিট কার্ড বিষয়ক তথ্য জোগাড় করতে পারে। চেক আউট করার সময় আপনার দেওয়া তথ্য সুরক্ষায় দায়বদ্ধ থাকে না প্রতিষ্ঠান। তাই ম্যারির পরামর্শ হচ্ছে যতটা সম্ভব ফোন নম্বর বা অন্যান্য তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
৩। ড্রাইভিং লাইসেন্স দেখাবেন না
কোথাও কী আপনার ফটো আইডি দেখানো প্রয়োজন? ফটো আইডির প্রয়োজন হলে ড্রাইভিং লাইসেন্স না দেওয়া উচিত। প্রাইভেসির সাধারণ নিয়মই তাই। আপনার যতখানি তথ্য দিলে চলে তার বেশি একটুও দেবেন না। আপনার ড্রাইভিং লাইসেন্স দেখানো হলে জন্মদিন, ঠিকানার মতো তথ্যও জানিয়ে দেওয়া হয়। চিকিত্সার ক্ষেত্রেও যদি ফটো আইডির দরকার পড়ে তখনও ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তে অফিসের পরিচয়পত্র বা অন্য কোনো আইডি দেখান।
৪। ব্যাংকিং অ্যাপ্লিকেশন সাবধান থাকুন
এফবিআইয়ের সাবেক সাইবার বিশেষজ্ঞ ম্যারি গ্যালিগানের পরামর্শ হচ্ছে ব্যাংকিং অ্যাপ্লিকেশনের ব্যবহার না করা। এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। অধিকাংশ ক্রেডিট কার্ডে জালিয়াতি থেকে সুরক্ষা ব্যবস্থা থাকে কিন্তু চেকিং ও সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ততখানি থাকে না। ম্যালওয়্যার ব্যবহার করে কম্পিউটার আক্রমণ করা খুব সহজ বলে ম্যারি কখনও একই কম্পিউটার থেকে কেনাকাটা ও ব্যাংকিং করেন না। এমনকি যে ফোন থেকে তিনি কেনাকাটা করেন সে ফোন থেকে ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না।
৫। বিকল্প ইমেইল অ্যাকাউন্ট রাখুন
জাঙ্ক মেইল বা স্প্যাম মেইলের জন্য আপনার মূল মেইল অ্যাকাউন্টের পাশাপাশি বিকল্প একটি অ্যাকাউন্ট রাখুন। যখন কোনো প্রতিষ্ঠানে মেইল অ্যাকাউন্ট দেওয়ার প্রয়োজন পড়ে ম্যারি তাঁর বিকল্প মেইল দিয়ে আসেন। এ ডামি মেইলটিতেই যতো স্প্যাম, বিজ্ঞাপন সংক্রান্ত মেইল এসে জমা হয়। কোনো প্রতিষ্ঠান যদি হ্যাক হয় তখন মূল মেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকে।
আরো পরামর্শ, তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ফেজবুক পেজ: বাংলাদেশ কম্পিউটার্স এ।
১। প্রতিমাসে একবার পাসওয়ার্ড পরিবর্তনপাসওয়ার্ড আপনার জীবনে চাবির মতোই গুরুত্বপূর্ণ। যদি কোনো দুর্বৃত্ত আপনার কোনো ইমেইল বা অনলাইন অ্যাকাউন্টে ঢুকে পড়ে তবে আপনার অনলাইনের অন্যান্য অ্যাকাউন্টে ঢুকে পড়াটাও তার জন্য সহজ হবে। আপনার দেওয়া পাসওয়ার্ড যদি সহজে অনুমান করা যায় তবে তা হাতিয়ে নেওয়া সহজ হবে। গত কয়েক মাসে ইয়াহু, অ্যাডোবি, ইবের মতো সাইট নিরাপত্তা ত্রুটির কবলে পড়তে দেখা গেছে।
২। হোটেলে তথ্য দেওয়ার সময় সতর্ক থাকুন
ম্যারি গ্যালিগানের পরামর্শ হচ্ছে চেক আউট বা হোটেল থেকে বের হবার সময় বা কেনাকাটা করার পর আপনার সম্পর্কে তথ্য চাইলে ভুয়া তথ্য দেবেন। আপনার ফোন নম্বর, জিপ কোড এসব তথ্য একত্রিত করে আপনার সম্পর্কিত আরও তথ্য জানার কাজে লাগাতে পারে রিটেইলাররা। আপনার পছন্দ-অপছন্দ, আপনার বেতন, ক্রেডিট কার্ড বিষয়ক তথ্য জোগাড় করতে পারে। চেক আউট করার সময় আপনার দেওয়া তথ্য সুরক্ষায় দায়বদ্ধ থাকে না প্রতিষ্ঠান। তাই ম্যারির পরামর্শ হচ্ছে যতটা সম্ভব ফোন নম্বর বা অন্যান্য তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
৩। ড্রাইভিং লাইসেন্স দেখাবেন না
কোথাও কী আপনার ফটো আইডি দেখানো প্রয়োজন? ফটো আইডির প্রয়োজন হলে ড্রাইভিং লাইসেন্স না দেওয়া উচিত। প্রাইভেসির সাধারণ নিয়মই তাই। আপনার যতখানি তথ্য দিলে চলে তার বেশি একটুও দেবেন না। আপনার ড্রাইভিং লাইসেন্স দেখানো হলে জন্মদিন, ঠিকানার মতো তথ্যও জানিয়ে দেওয়া হয়। চিকিত্সার ক্ষেত্রেও যদি ফটো আইডির দরকার পড়ে তখনও ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তে অফিসের পরিচয়পত্র বা অন্য কোনো আইডি দেখান।
৪। ব্যাংকিং অ্যাপ্লিকেশন সাবধান থাকুন
এফবিআইয়ের সাবেক সাইবার বিশেষজ্ঞ ম্যারি গ্যালিগানের পরামর্শ হচ্ছে ব্যাংকিং অ্যাপ্লিকেশনের ব্যবহার না করা। এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। অধিকাংশ ক্রেডিট কার্ডে জালিয়াতি থেকে সুরক্ষা ব্যবস্থা থাকে কিন্তু চেকিং ও সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ততখানি থাকে না। ম্যালওয়্যার ব্যবহার করে কম্পিউটার আক্রমণ করা খুব সহজ বলে ম্যারি কখনও একই কম্পিউটার থেকে কেনাকাটা ও ব্যাংকিং করেন না। এমনকি যে ফোন থেকে তিনি কেনাকাটা করেন সে ফোন থেকে ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না।
৫। বিকল্প ইমেইল অ্যাকাউন্ট রাখুন
জাঙ্ক মেইল বা স্প্যাম মেইলের জন্য আপনার মূল মেইল অ্যাকাউন্টের পাশাপাশি বিকল্প একটি অ্যাকাউন্ট রাখুন। যখন কোনো প্রতিষ্ঠানে মেইল অ্যাকাউন্ট দেওয়ার প্রয়োজন পড়ে ম্যারি তাঁর বিকল্প মেইল দিয়ে আসেন। এ ডামি মেইলটিতেই যতো স্প্যাম, বিজ্ঞাপন সংক্রান্ত মেইল এসে জমা হয়। কোনো প্রতিষ্ঠান যদি হ্যাক হয় তখন মূল মেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকে।
আরো পরামর্শ, তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ফেজবুক পেজ: বাংলাদেশ কম্পিউটার্স এ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন