বিভিন্ন ভাষায় পরিবর্তন করুন

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

মোবাইল ফোন চুরির দিন শেষ

মোবাইল ফোন চুরি বা ছিনতাই করে তা সস্তা দরে চোরাই বাজারে বিক্রি করে দেয়ার দিন শেষ। এখন চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন কিনলেই পড়তে হবে বিপাকে। এমনকি আইনি বেড়াজালেও আটকে যাবে চোর। যত দূরত্বে আর যে অবস্থাতেই থাকুক না কেন খোয়া যাওয়া মোবাইল ফোন আর সচল থাকবে না এবং দ্রুতই অপরাধীকে শনাক্ত করা যাবে।
বর্তমানে মোবাইল ফোন চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে। রাজধানী ঢাকায় চুরি বা ছিনতাইয়ে হার সবচেয়ে বেশি। তবে এক্ষেত্রে আপনার মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি অবশ্যই কোথাও লিখে রাখতে হবে। কারণ বিপদে পড়লে মোবাইল ফোন শনাক্ত কিংবা নিষ্ক্রিয় করতে (IMEI) নম্বরই হবে আপনার রক্ষাকবচ। এই নম্বরের মাধ্যমেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো আপনাকে দ্রুত সহায়তা করতে পারবে। এ ঘটনা যে শুধু মোবাইল ফোনের জন্যই প্রযোজ্য তা নয়। বরং যে কোনো তারহীন প্রযুক্তিপণ্যের জন্যই প্রযোজ্য।
চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন দ্রুতই ব্ল্যাকলিস্ট হয়ে যাবে। আর তা থেকেই অকার্যকর করা হবে নির্দিষ্ট মোবাইল হ্যান্ডসেটকে। এমনই এক ঘোষণা দিয়েছে কানাডা। এই মুহূর্তে দেশটির ওয়্যারলেস টেলিকমিউনিকেশন অ্যাসোসিয়েশন (সিডব্লিউটিএ) সূত্র জানিয়েছে, বাজারে আসা নতুন এবং পুরনো যে কোনো মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর এখন থেকে সুনির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধিত থাকবে। প্রকৃত গ্রাহক চুরি যাওয়া হ্যান্ডসেটের এ নম্বরটি ব্ল­্যাকলিস্ট করলেও তাৎক্ষণিক সেটটিকে সেলফোন নেটওয়ার্কে ব্যবহার অযোগ্য করা হবে। অর্থাৎ হ্যান্ডসেট চুরি হলেও তা আর ব্যবহার উপযোগী থাকবে না।
প্রসঙ্গত, আইএমইআই একটি আন্তর্জাতিক কোডিং পদ্ধতি। এটি জিএসএম, এইচএসপিএ, এইচএসপিএ+ এবং এলটিই নেটওয়ার্কে খুব সহজেই শনাক্তযোগ্য। বিশ্বের অধিকাংশ মোবাইল ফোনই এ নেটওয়ার্কে পরিচালিত হয়। আর এ সবগুলো নেটওয়ার্কে ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি নম্বর (আইএমইআই) শনাক্ত করা সম্ভব। এ প্রসঙ্গে সিডব্লিউটিএ সংগঠনের সভাপতি বারনার্ড লর্ড বলেন, হারিয়ে যাওয়া হ্যান্ডসেটগুলোকে তাৎক্ষণিক ব্ল্যাকলিস্ট করা হবে। আর দ্রুতই তা নিষ্ক্রিয় করে ব্যবহার অযোগ্য পদ্ধতি কার্যকর করা এখন শুধু সময়ের ব্যাপার। অপরাধী কিংবা চোর চক্রের এ ধরনের চোরাই কার্যক্রম শিগগিরই রুখে দেয়া যাবে। কারণ চুরি হওয়া মোবাইল ফোন কিংবা প্রযুক্তিপণ্য যদি ব্যবহার না করা যায় তাহলে চুরি করে কোনো লাভ হবে না।
এরই মধ্যে চুরি যাওয়া মোবাইল ফোনের কালো তালিকা প্রস্তুতিতে (ProtectYourData.ca) এ সাইটে তথ্য নিবন্ধনের সুযোগ পাচ্ছেন কানাডার নাগরিকরা। এর পরিসর এবং নিবন্ধন বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার কাজ এগিয়ে চলেছে। সিডব্লিউটিএ সংগঠনের মুখপাত্র অ্যাসলি স্মিথ এ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে বলেন, চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অবস্থান শনাক্ত এখন কোনো জটিল কাজ নয়।
এ প্রযুক্তি যে কোনো অপরাধ শনাক্তে বিশ্বব্যাপী জনপ্রিয় এবং কার্যকর প্রমাণিত হয়েছে। প্রশ্ন এখন এর ব্যাপকতা আর দ্রুততা নিয়ে। আর তা নিশ্চিত করতেই নিবন্ধন প্রক্রিয়া চালু করা হচ্ছে।
এটি এক ধরনের স্বেচ্ছাশ্রম ঘরানার কার্যক্রম। ২০১২ সালের নভেম্বর থেকে এ কার্যক্রম পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হলেও এখন তা পুরোপুরি কাজ করছে। এ ধরনের কার্যক্রম পরিচালনায় ২ কোটি ডলার ব্যয় হলেও ভুক্তভোগীরা এখানে সেবা পাবেন একেবারেই বিনামূল্যে।
এ উদ্যোগের ভবিষ্যৎ প্রসঙ্গে স্মিথ বলেন, সংগঠনের অন্তর্ভুক্ত কিংবা নিবন্ধিত নয় এমন সদস্যদেরও এ সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা হবে। ফলে পুরো প্রক্রিয়াই একটি আন্তর্জাতিক তথ্য কার্যক্রমের অংশ হিসেবে কাজ করবে। তাই এ সেবার ধারাবাহিকতা নিয়ে কোনো সংশয়েরই অবকাশ নেই। -মিছিল খন্দকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন