কখনোই বলিনি আমাকে ভালবাসো। কারণ
আমি জানি ভালবাসাটা দু'টি হ্দয়ের মেলবন্ধন।
আমি জানি ভালবাসাটা দু'টি হ্দয়ের মেলবন্ধন।
সেইমেলবন্ধন আঁকড়ে ধরার যোগ্যতা আমার নেই।।
সবসময় চেয়েছি তুমি পাশে থাকবে। ভালবাসার মানুষ
সবসময় চেয়েছি তুমি পাশে থাকবে। ভালবাসার মানুষ
হিসেবে হয়ত নয় কিন্তু একজন ভাল বন্ধু হিসেবে।
সেই বন্ধনও হয়ত এতটা মজবুত
করতে পারে নি আমি।
সেই বন্ধনও হয়ত এতটা মজবুত
করতে পারে নি আমি।
আজ সিগারেটের জ্বলন্ত
শিখাও কষ্টগুলোকে সামান্যতম কমাতে পারে না উল্টো আমাকে দেখে বিদ্রুপ করে।
শিখাও কষ্টগুলোকে সামান্যতম কমাতে পারে না উল্টো আমাকে দেখে বিদ্রুপ করে।
সারারাত জেগে যখন আমি আকাশের অবিরাম
কান্না দেখি নিজের গোপনে অশ্রু ঝরানোটাকে তখন
খুব তুচ্ছ মনে হয়।
কান্না দেখি নিজের গোপনে অশ্রু ঝরানোটাকে তখন
খুব তুচ্ছ মনে হয়।
আমার আকাশে আজ হঠাৎ হঠাৎ
মেঘের আনাগোনা দেখা যায়।
কষ্টগুলোকে মুক্তি দিতে আমি তখন বৃষ্টি ঝরাই
অভিরাম।
এতকিছুর পরও আমার ভালবাসার শক্তি বার বার আমাকে তোমার
কাছে ফিরিয়ে নিয়ে যায়।
আমি পারিনা অনুভূতিগুলোকে দূরে সরিয়ে রাখতে।
ভালবাসার শক্তিটা আমাকে অক্ষম
বানিয়ে রেখেছে বাইরের পৃথিবীটা থেকে।
মেঘের আনাগোনা দেখা যায়।
কষ্টগুলোকে মুক্তি দিতে আমি তখন বৃষ্টি ঝরাই
অভিরাম।
এতকিছুর পরও আমার ভালবাসার শক্তি বার বার আমাকে তোমার
কাছে ফিরিয়ে নিয়ে যায়।
আমি পারিনা অনুভূতিগুলোকে দূরে সরিয়ে রাখতে।
ভালবাসার শক্তিটা আমাকে অক্ষম
বানিয়ে রেখেছে বাইরের পৃথিবীটা থেকে।
আমি আজও
তাই চিত্কার করে বলতে পারি ভালবাসি শুধুই
তোমায়।
তাই চিত্কার করে বলতে পারি ভালবাসি শুধুই
তোমায়।
শত কষ্ট আর অভিমানের মাঝেও বাস্তব
এই সত্যটা থেকে কখনো তোমায়
দূরে সরিয়ে রাখতে পারব না।।
এই সত্যটা থেকে কখনো তোমায়
দূরে সরিয়ে রাখতে পারব না।।
........................ মো: সেলিম মিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন